নারায়ণগঞ্জ মহানগরীর ওলামা মাশায়েখ বিভাগের সেক্রেটারি এবং আদর্শ স্কুল নারায়ণগঞ্জের সম্মানিত সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা তোফাজ্জল হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। যৌথ শোকবার্তায় তারা বলেন, মাওলানা তোফাজ্জল হোসাইন ছিলেন ইসলামি আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দায়িত্বশীল।
শোকবার্তায় আরও বলা হয়, আল্লাহ রাব্বুল আলামীন মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।