নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়নের কৃতী সন্তান, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডার আলহাজ্ব আবু হোসেন সিদ্দিকী আর নেই। তিনি গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ১১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
পরদিন ২৭ সেপ্টেম্বর (শনিবার) বাদ যোহর গোগনগরের তাজেক প্রধান স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তাকে গোগনগর কবস্থানে সমাহিত করা হয় ।
তার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে গোগনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদসহ পুরো এলাকায়। জানাজা ও বিদায়ী সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু আল ইউসুফ টিপু এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আবু হোসেন সিদ্দিকী মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নৌ কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ভারতের মেলাভো ক্যাম্পে তিনি মুক্তি বাহিনীর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন অভিযানে সরাসরি অংশ নেন।
তার সহযোদ্ধা ও স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, আবু হোসেন সিদ্দিকী ছিলেন সাহসী, সৎ এবং অত্যন্ত দেশপ্রেমিক একজন যোদ্ধা। মুক্তিযুদ্ধের পরেও তিনি সমাজ ও দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।