নারায়ণগঞ্জের বন্দরে পূজা মণ্ডপে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তিন মুসলিম যুবককে আটক করে পুলিশ। তবে পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতাদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
আটককৃতরা হলো—বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকার পিয়ার হোসেন মিয়ার ছেলে রমজান (১৯), আনোয়ার হোসেন মিয়ার ছেলে তৌহিদ (১৮) ও মামুন শেখের ছেলে সাদনান ওরফে সাকিব (১৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে চর ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে একই দিন সন্ধ্যায় উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুরস্থ শ্রী শ্রী ব্রহ্মমন্দির পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ৩ যুবক পূজা মণ্ডপে গিয়ে কটূক্তি করে এবং ভিতরে প্রবেশ করে উচ্চস্বরে ‘আল্লাহু আকবর’ ধ্বনি দেয়। এতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। পূজা কমিটি বিষয়টি পুলিশকে জানালে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জু ও বন্দর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল দাস থানায় গিয়ে বিষয়টি মীমাংসা করেন। তাদের উপস্থিতিতে আটককৃতদের কাছ থেকে মুচলেকা নিয়ে দুপুরে থানা থেকে মুক্তি দেওয়া হয়।
বন্দর থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) খাইরুল বাশার জানান, “ঘটনার বিষয়ে ডিসি স্যার ও পুলিশ সুপার স্যারের সঙ্গে আলোচনা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের নেতাদের উপস্থিতিতে আটককৃতদের কাছ থেকে মুচলেকা নিয়ে জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।”