1. skriaz30@gmail.com : admin :
  2. jummanhossainsohel@gmail.com : Reporter Press : Reporter Press
  3. : Temp User : Temp User
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ

‎জাকির খানের ৫২ তম জন্মদিনের দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির মিলাদ, দোয়া ও  আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ Time View

‎নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক  সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ‎জাকির খানের ৫২ তম জন্মদিনের উপলক্ষে দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতি পক্ষ থেকে মিলাদ, দোয়া ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


‎রবিবার ( ২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব বৃহত্তর দেওভোগ পোশাক প্রস্তুতকার মালিক সমিতি প্রধান কার্যালয় দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতি আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



‎মিলাদ-দোয়া ও আলোচনা সভায় দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতি সভাপতি কবির হোসেন খান এর সভাপতিত্ব করেন।


‎এসময় দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতির কবির খান এর আর্দেশ ক্রর্মে সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপি সাবেক কোষাধ্যক্ষ সুজন মাহমুদ বলেন, আজকের দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতির কবির খান এর ছোট ভাই জননন্দিত কারা নির্যাতিত গণমানুষের নেতা জাকির খান এর ৫২ তম জন্মদিন। দীর্ঘ ১৮ বছর পরে উন্মুক্তভাবে জাকির খানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। এবং সকালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে জাকির খান সহ তার পরিবারের সকল সদস্য স্বেচ্ছায় রক্তদান করেছেন। তাদের স্বেচ্ছায় রক্তদান দেখে তার শত শত কর্মীরাও রক্তদান করেন। অনো সময় অসহায় মানুষদের রক্তের প্রয়োজন হয় তখন নিরুপায় হয়ে রক্তের অভাবে একটি রোগীর ক্ষতিসাধন হয়। সেই জন্যে জাকির খানের এই উদ্যোগকে আমরা ব্যবসায়ী মহল থেকে ধন্যবাদ জানাই।


‎তিনি আরোও বলেন, জাকির খানের মতন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মতন সকলকেই এরকম উদ্যোগ নেওয়া উচিত। এবং আগামীতে জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবক হতে পারেন দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। কতিপয় কিছু চক্র দুষ্ট লোক জাকির খানের সুনাম নষ্ট করার জন্য শয়তানের প্রলবে পরে দুর্নাম করতে পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানাই।


‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন বলেন, আমাদের প্রিয় সন্তান জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি কারা নির্যাতিত নেতা জাকির খান দীর্ঘ ২৩ বছর পর মুক্ত পরিবেশে আজকে ৫২ তম জন্মদিন পালন করতে পেরেছি। তার বড় ভাই কবির খান আপনাদের মার্কেটের পাশে ব্যবসায়ীদের পাশে সব সময় রয়েছে। আগামী দিনে যেন জাকির খান জনপ্রতিনিধি হয় সেই কামনা করছি। তিনি জনপ্রতিনিধি হলে তার সাথে সাক্ষাৎ করার জন্য কোন দারোয়ান লাগবে না কোন পিয়ন লাগবে না সবার জন্য উন্মুক্ত থাকবে। জাকির খান জনগণের পাশে থাকবে এবং জনগণের সেবক হয়ে থাকবে তার জন্য সকলেই দোয়া করবেন।

‎দেওভোগ পোশাক প্রস্তুতকারো মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপি সাবেক কোষাধ্যক্ষ সুজন মাহমুদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন,দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক রমজান মাদবর, শহিদুল ইসলাম রতন, জাকির হোসেন,  ফারুক হোসেন, পারভেজ মল্লিক, লিমন, খালেদা জিয়ার ও তারেক রহমান মুক্তি পরিষদ সহ-সভাপতি মহসিন বেপারী, ফরিদ, স্বপন, বাপ্পি শহীদ হোসেন খান, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতি নেতৃবৃন্দ সহ ব্যবসায়ী নেতারা।


‎এসময় জাকির খান ও তার পরিবার সহ জিয়াউর রহমান এর পরিবারের সকল সদস্যের জন্য ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন শুক্কুর কারিমসজিদের মোয়াজ্জেম আলহাজ্ব মো. ফরিদ উদ্দিন।

More News Of This Category
© All rights reserved © 2025 Narayanganj Press
Designed by RIAZUL