ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের ভূঁইঘর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মোহর উদ্দিন (৩৫) নামে এক রিকশাচালক। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আন্ডারপাসের ওপরের রেলিং ভেঙে নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আন্ডারপাসের রেলিং ভেঙে ঝুলে পড়ে। এ সময় নিচে থাকা রিকশাচালক মোহর উদ্দিন ট্রাকের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। তবে স্থানীয়দের দাবি, ট্রাকে থাকা আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফারুক আহমেদ বলেন, “মোহর উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বিকেল ৪টার দিকে তিনি মারা যান। মরদেহ মর্গে রাখা হয়েছে।”
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। ট্রাকটি সরানো হচ্ছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সড়ক ও জনপথের (সওজ) নারায়ণগঞ্জ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, “ট্রাকটি আন্ডারপাসের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আন্ডারপাসের হুইলগার্ড ও রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে।”