নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী উপলক্ষে বন্দর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
সকালে তিনি প্রথমে চর শ্রীরামপুর (জহরপুর), মুছাপুর এলাকায় শ্রী শ্রী ব্রহ্মা মন্দির ও উপাসনালয়, শ্রী শ্রী দুর্গামন্দির পঞ্চায়েত কমিটি মণ্ডপ এবং শ্রী শ্রী রক্ষাকালী মন্দির মণ্ডপ ঘুরে দেখেন। পরে তিনি লাঙ্গলবন্দ রাজঘাট শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা কমিটি (স্থায়ী) মণ্ডপও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মণ্ডপগুলোর সার্বিক অবস্থা ও পূজার আয়োজনের খোঁজখবর নেন। সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করায় তিনি আয়োজক কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দর্শনার্থী ও ভক্তদের সেবায় ঘাটতি না রাখতে এবং সবাই যেন আনন্দের সঙ্গে পূজা পালন করতে পারেন, সেজন্য রক্ষাকালী মন্দির ও রাজঘাট পূজামণ্ডপকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন,
“আমাদের সব বিভাগ পরিকল্পনামাফিক কাজ করছে। মানুষ অনেক উদ্দীপনা ও আনন্দ নিয়ে উৎসব পালন করছে। এটাই আমাদের বাংলাদেশ—একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা চাই, বিশ্বের সামনে এই চিত্র তুলে ধরতে।”
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান, পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।