নারায়ণগঞ্জের বন্দরে ঘর নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবির জেরে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দেওলী এলাকায় টেঁটাবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে রয়েছেন—শিরিন, জুবায়ের, আব্দুল মালেক, রুহুল আমিন, ওমর ফারুক মাকসুদ, আমির হোসেন, রিনা বেগম, রুনা আক্তার, পারভেজ, বাসেদ ও নাদিম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার একটি পক্ষ ঘর নির্মাণ করতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে সোমবার সকালে এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে থানায় বসার পরামর্শ দিয়ে চলে গেলে পুনরায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে বন্দর থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশ স্থানীয় মসজিদের মাইকে শান্ত থাকার আহ্বান জানায় এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন,
“উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রাথমিকভাবে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”