নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় আলিফ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খাগকান্দা ইউনিয়নের পাঁচানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ স্থানীয় আওলাদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশে রাস্তা পার হচ্ছিল ছোট্ট আলিফ। এ সময় দ্রুতগামী বালুর ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও এলাকাবাসী ট্রাকটি আটক করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”