1. skriaz30@gmail.com : admin :
  2. jummanhossainsohel@gmail.com : Reporter Press : Reporter Press
  3. : Temp User : Temp User
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ

বন্দরে ১শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৩

বন্দর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ Time View

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিরোধী অভিযানে ১শ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ২২নং ওয়ার্ডের লেজারার্স আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

পায়েল খান (৫০), পিতা: মৃত সামসুদ্দিন মিয়া, ঠিকানা: ২২নং ওয়ার্ড লেজারার্স আবাসিক এলাকা।

বাবু (৩০), পিতা: হাবিবুর রহমান হবী, ঠিকানা: ২৩নং ওয়ার্ড একরামপুর।

মরন চান বর্মন (৪৮), পিতা: মৃত কেবল চান বর্মন, ঠিকানা: ২২নং ওয়ার্ড বন্দর বাজার।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই মোতালিব সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এসময় লেজারার্স আবাসিক এলাকার ৬নং গলির লালন চানের দোচালা টিনের ঘরের একটি পরিত্যক্ত রুমে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য মজুদ করে ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় রবিবার সকালে বন্দর থানায় মাদক আইনে মামলা (নং ৩৬(৯)২৫ইং) রুজু করা হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

More News Of This Category
© All rights reserved © 2025 Narayanganj Press
Designed by RIAZUL