দীর্ঘ ২৩ বছর পর উন্মুক্ত আকাশের নিচে জন্মদিন পালন করলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির নেতা জাকির খান। তাঁর ৫২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের (একাংশের) উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বাদ এশা দেওভোগ পার্কে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কেক কেটে আনন্দঘন পরিবেশে জন্মদিন পালন করেন। দীর্ঘ ২৩ বছর পর উন্মুক্তভাবে এ জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
আলোচনা সভায় জিয়াউর রহমান জিয়া বলেন,
“আজ আমাদের প্রিয় নেতা, নারায়ণগঞ্জের জনপ্রিয় মুখ জাকির খান তাঁর ৫২তম জন্মদিন উদযাপন করছেন খোলা আকাশের নিচে। ২৩ বছর পর এমন উৎসবমুখর আয়োজন আমরা দেখছি, যা আগে কখনও হয়নি। বিগত ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি গডফাদারের বিরুদ্ধে। শামীম ওসমানের বিরুদ্ধে আমরা জাকির খানের নেতৃত্বে লড়েছি। আজ নিয়তির পরিহাস—শামীম ওসমান পালিয়ে বেড়াচ্ছেন, আর আমাদের নেতা জাকির খান উন্মুক্তভাবে জনগণের ভালোবাসায় জন্মদিন পালন করছেন। আমরা চাই, আগামী দিনে জননেতা জাকির খানকে নারায়ণগঞ্জের দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে দেখতে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির
দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খান, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ
মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন
দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রমজান মাদবর, মো. রতন
জাতীয়তাবাদী জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম
হোসিয়ারি অ্যাসোসিয়েশনের পরিচালক ও জেলা যুবদল নেতা পারভেজ মল্লিক
মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন শোখন, প্রাইম সোহেল
ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ হানিফ, রাকিব হাসান
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন, শাহিন আহমেদ, জনি দেওয়ান
এনায়েত নগর ৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মাহমুদ, আনোয়ার গাজী
জেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক আমান খান
বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।