বাংলাদেশ অ-১৭ জাতীয় ফুটবল লীগ ২০২৫-এ অংশগ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ফুটবল দল গঠনের জন্য আগামী ২ ও ৩ অক্টোবর (বৃহস্পতিবার ও শুক্রবার) সকাল ৯টায় ওসমানী পৌর স্টেডিয়ামে দুই দিনব্যাপী উন্মুক্ত ট্রায়াল অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ট্রায়ালে অংশ নিতে হলে ফুটবলারদের জন্ম তারিখ ০১ জানুয়ারি ২০০৯ থেকে ৩১ ডিসেম্বর ২০১১ এর মধ্যে হতে হবে।
আগ্রহী খেলোয়াড়দের সঙ্গে আনতে হবে—
অনলাইন ভেরিফাইড জন্মসনদ
সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি
খেলোয়াড়ের পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
খেলার সরঞ্জামাদিসহ নির্ধারিত সময়ে অংশগ্রহণকারীদের জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নিকট রিপোর্ট করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন আশা করছে, এ উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমে জেলার প্রতিভাবান ফুটবলারদের জাতীয় অঙ্গনে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।