1. skriaz30@gmail.com : admin :
  2. jummanhossainsohel@gmail.com : Reporter Press : Reporter Press
  3. : Temp User : Temp User
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ

সোনারগাঁয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন: নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ উৎসব নিশ্চিতকরণে সর্বাত্মক উদ্যোগ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৪৮ Time View

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর দিন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার জসিম উদ্দিন ।

তারা বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মণ্ডপ ও পঞ্চমীঘাট সার্বজনীন পূজা উদযাপন মণ্ডপ ঘুরে দেখেন। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সোনারগাঁও, সহকারী কমিশনার (ভূমি), সোনারগাঁওসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

পরিদর্শন শেষে পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন,

“জেলার সাতটি থানায় উৎসবমুখর পরিবেশে পূজা হচ্ছে। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। বিসর্জন পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।”

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,

“শারদীয় দুর্গাপূজার উৎসব নির্বিঘ্নে শেষ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছি এবং সে মোতাবেক নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে নির্ভয়ে ও সংশয়মুক্তভাবে পূজা উদযাপনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার ওপর গুরুত্ব দিয়ে বলেন,

“পূজায় ঢাক-ঢোলের ব্যবহার আমাদের ঐতিহ্য। এটিকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। তরুণ প্রজন্মের কাছে এটি গৌরবময় সংস্কৃতি হিসেবে তুলে ধরতে হবে।”

 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, সোনারগাঁ বারদী শ্রী শ্রী লোকনাথ বহ্মচারী আশ্রম কমিটির ব্যবস্থাপক নয়ন চন্দ্র গোলদার, সভাপতি অশোক কুমার রায়, সেক্রেটারি শংকর কুমার দে, পঞ্চমীঘাট সার্বজনীন পূজা উদযাপন মণ্ডপ ও পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দারসহ পূজা উদযাপন কমিটির সদস্যরা।

এছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে পুরো পরিদর্শন কার্যক্রম কভার করেন।

প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা প্রশাসক।

More News Of This Category
© All rights reserved © 2025 Narayanganj Press
Designed by RIAZUL