নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ০১ অক্টোবর বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে স্থানীয় ইলিয়াস মিয়ার স্ত্রী বৃষ্টির কারণে রান্নাঘরের চুলা ঢাকতে ঘুম থেকে ওঠেন। এ সময় রান্নাঘরে ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তিনি ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেন।
চিৎকার শুনে ডাকাতদল প্রথমে ইলিয়াসের স্ত্রী কুলসুম বেগম (৪০)-এর ওপর হামলা চালায়। পরে তার ডাকচিৎকারে ঘর থেকে বের হলে আরও তিনজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। আহতরা হলেন—
১. নাঈম মিয়া (১৮), পিতা: ইলিয়াস মিয়া
২. ফারুক মিয়া (৪৫), পিতা: মৃত মতিন মিয়া
৩. আবুল হোসেন (২৮), পিতা: মৃত লোকমান
এ সময় মসজিদের মাইকে ডাকাত এসেছে ঘোষণা দেওয়া হলে চারপাশের গ্রাম থেকে মানুষ ছুটে আসে। স্থানীয়রা ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে নবী (৩২), পিতা: লুক্কু, গ্রাম: পশ্চিম আগুআন্দি, ইউনিয়ন: উচিতপুরা, থানা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ।
সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুরুতর আহত কুলসুম বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে সরকারি ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।