1. skriaz30@gmail.com : admin :
  2. jummanhossainsohel@gmail.com : Reporter Press : Reporter Press
  3. : Temp User : Temp User
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১০৫ Time View

নারায়ণগঞ্জে সার্বিক নিরাপত্তা ও সকল বয়স, জাতি-ধর্মের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (০১ অক্টোবর ২০২৫) ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপের সার্বিক পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করে বলেন,
“নারায়ণগঞ্জের ঐতিহ্য অনুযায়ী এ বছরও জাঁকজমকপূর্ণভাবে দুর্গোৎসব আয়োজন করা হয়েছে। জেলার ২২৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পূজার সার্বিক পরিবেশে আমরা সন্তুষ্ট। আশা করছি, বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসব নির্বিঘ্নে সমাপ্ত হবে।”

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিভাগীয় কমিশনার শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম ও আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজারী ও দর্শনার্থীদের আনন্দঘন পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্তের কথা তুলে ধরে বলেন,
“মণ্ডপের পাশেই মসজিদ থাকা সত্ত্বেও ভক্তরা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, তার ফলেই ১৪৩ বছর ধরে এখানে নির্বিঘ্নে দুর্গোৎসব পালিত হচ্ছে। এটি দেশের জন্য এক অনন্য উদাহরণ।”

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সহধর্মিণীও উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন—

সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, জেলা আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন

এসময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় সংবাদ সংগ্রহে উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025 Narayanganj Press
Designed by RIAZUL