নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ পুল কাঠপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের নির্দেশনায় এএসআই (নিরস্ত্র) রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে শাহ-দেওয়ানবাগী ফার্ণিচার মার্ট নামক দোকানের সামনে রাস্তার উপর থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার নাম পরিচয় পাওয়া যায়
নাম: মোঃ হোসেন মনা (৪২)
পিতা: মৃত আঃ লতিফ স্বর্ণকার
মাতা: ভানু বেগম
ঠিকানা: উত্তর আজিবপুর, বাগানবাড়ী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।
তল্লাশীকালে তার হেফাজত থেকে ৭ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃতকে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।