নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং ১১ হাজার ৬০০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) গভীর রাতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোমেনা বেগম (৫০) ও তার মেয়ে রত্না খাতুন (২৪)। তারা মূলত মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার আবিরপাড়া গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ জামিয়া মসজিদ সংলগ্ন এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে মা-মেয়েকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম বলেন,
“গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মা-মেয়েকে হাতে-নাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ এলাকায় গাঁজা বিক্রির কথা স্বীকার করেছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, মোমেনা বেগম ও তার মেয়ে রত্না মুন্সিগঞ্জ থেকে গাঁজা এনে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।
ঘটনার পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক)/৩৮/৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।