নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আলমগীর হোসেন (৫২) নামে এক হোসিয়ারি শ্রমিককে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ অক্টোবর) রাতের দিকে উপজেলার বাড়ইপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত আলমগীর বন্দর শাহী মসজিদ এলাকার মালেক সাহেবের বাসার ভাড়াটিয়া ছিলেন। তার বাবার নাম সোবহান মিয়া।
পরিবারের সদস্যরা জানায়, আলমগীরের ছেলে সাইফুলের কাছ থেকে একই এলাকার রাসেল ও কাইল্লা পারভেজ নামের দুই যুবক জোরপূর্বক মোটরসাইকেল রেখে দেয়। এ ঘটনায় আলমগীর প্রতিবাদ করলে শুক্রবার সন্ধ্যায় রাসেল ও কাইল্লা পারভেজের নেতৃত্বে কয়েকজন তাকে জোর করে ধরে নিয়ে যায়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আলমগীরকে বাড়ইপাড়ার জোড়া পুকুরের সামনে নিয়ে যায় সন্ত্রাসীরা। সেখানে তার সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ, শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন,
“ঘটনাটি তদন্তাধীন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।”
স্থানীয়রা জানান, রাসেল ও কাইল্লা পারভেজ এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে।