নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর বাবুরাইল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি গুলি এবং কালো স্কচটেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে রাস্তার পাশে এসব বিপজ্জনক সামগ্রী উদ্ধার হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
র্যাব-১১ এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার মো. আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবুরাইল শেষ মাথা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় একটি বাড়ির পাশে ফেলে রাখা অস্ত্র ও বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ এবং কালো স্কচটেপে মোড়ানো দুটি ককটেল সদৃশ বস্তু।
তিনি আরও বলেন, “বোমাসদৃশ বস্তু দুটি আসল বিস্ফোরক কিনা তা যাচাই করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি, কারা এগুলো ফেলে রেখে গেছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে।”
অস্ত্র ও বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে র্যাব জানায়।