1. skriaz30@gmail.com : admin :
  2. jummanhossainsohel@gmail.com : Reporter Press : Reporter Press
  3. : Temp User : Temp User
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ

শিক্ষকরাই সমাজ ও দেশ গড়ার কারিগর — বিশ্ব শিক্ষক দিবসে জেলা প্রশাসক, পাঁচজন শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৫ Time View

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “শিক্ষকরাই সমাজ ও দেশ গড়ার সবচেয়ে বড় কারখানার দায়িত্বে রয়েছেন।” তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান, আগামী প্রজন্মের জন্য নিজেদেরকে অনুকরণীয় আদর্শ হিসেবে গড়ে তুলতে হবে।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জের হলি উইলস স্কুলের উদ্যোগে আয়োজিত শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।

তিনি বলেন, “শিক্ষকরা হচ্ছেন সমাজের আদর্শ। প্রতিটি শিক্ষককে এমনভাবে গড়ে উঠতে হবে যেন শিক্ষার্থীরা তাদের অনুসরণ করে দেশপ্রেম, মানবতা ও নৈতিকতার শিক্ষা নিতে পারে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনই হবে শিক্ষার মূল উদ্দেশ্য।”

জেলা প্রশাসক আরও বলেন, “নিজেদের আচার-আচরণ ও কর্মের মাধ্যমে শিক্ষকদের অনুকরণীয় হতে হবে। কারণ সমাজ গঠনের প্রকৃত কারিগর হচ্ছেন শিক্ষকরা।”

হলি উইলস স্কুল কর্তৃপক্ষ জানায়, টানা ১৫ বছর ধরে তারা শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের সম্মাননা প্রদান করে আসছে। এ বছরও একই ধারাবাহিকতায় সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন—
১. মো. নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক, শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
২. মো. আলাউদ্দিন খান, প্রধান শিক্ষক, হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩. কামরুন নাহার, প্রধান শিক্ষক, চাষাঢ়া আদর্শ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪. তপতী কুন্ডু, প্রধান শিক্ষক, পশ্চিম মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৫. মিতালী রায়, প্রধান শিক্ষক, জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।

More News Of This Category
© All rights reserved © 2025 Narayanganj Press
Designed by RIAZUL