নারায়ণগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর ২০২৫) সকালে জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
উদ্বোধনী দিনে প্রথম ব্যাচে ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, “নির্বাচনকালে পেশাদারিত্ব, ধৈর্য ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি সদস্য যেন মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করে মাঠপর্যায়ে তা বাস্তবায়ন করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব। এজন্য প্রতিটি পুলিশ সদস্যকে সময়োপযোগী জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেনসহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলায় পর্যায়ক্রমে সব থানার পুলিশ সদস্যদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী পরিস্থিতি মোকাবিলা, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্র নিরাপত্তা এবং জনগণের আস্থা অর্জনে পুলিশের পেশাদারিত্ব আরও বৃদ্ধি পাবে বলে আশা করছে জেলা পুলিশ।