বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে “তৃণমূলে সংগঠন সংহত করি: গণতন্ত্র, সুশাসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি”—এই শ্লোগানকে সামনে রেখে সাংগঠনিক মাস ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সংগঠন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি রীনা আহমেদ।
জাতীয় সংগীত ও নারী জাগরণের গান পরিবেশনের মধ্য দিয়ে সভা শুরু হয়। মহিলা পরিষদের উপদেষ্টা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মঞ্জুশ্রী নিয়োগী এবং সদস্য শিল্পী দীপা ও মল্লিকা সংগীত পরিবেশন করেন।
আলোচনা করেন জেলার সাবেক সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সহ-সভাপতি প্রীতিকণা দাস, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা এবং এলজিইডির জেন্ডার বিষয়ক কর্মসূচি সংগঠক নাসিমা আক্তার।
বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশব্যাপী ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সাংগঠনিক মাস পালন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলাও নানা কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক মাস পালন করেছে। উদ্বোধনী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন, তরুণীদের নিয়ে আলোচনা সভা, আমলাপাড়া, কদমতলী, গোদনাইল, আল আমিন নগরে কর্মীসভা, রচনা প্রতিযোগিতা, স্কুলের ছাত্রীদের নিয়ে মতবিনিময় সভা, পত্রিকায় কর্মসূচির সংবাদ প্রচার এবং আজকের সমাপনী অনুষ্ঠান করা হয়েছে।
সারা নারায়ণগঞ্জে শহর ও পাড়ার সদস্যদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে দেখা গেছে। সকল কর্মী-সংগঠকদের আরো দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এই কর্মসূচি এলাকায় প্রভাব ফেলেছে। তরুণ-তরুণী, নারী-পুরুষ সকলে প্রশংসা করেছেন।
সভায় জেলা, শহর ও পাড়া কমিটির অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।