নারায়ণগঞ্জের বন্দরে অর্থ ঋণ আদালতের মামলায় চার মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী আলমগীর হোসেন (৩৮)কে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী এলাকার মৃত জামাল উদ্দিন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিজ্ঞ অর্থ ঋণ আদালতের মামলায় চার মাসের সাঁজা এবং ৫ লাখ ৫০ হাজার টাকার জরিমানা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর শুক্রবার রাতের দিকে বন্দর উপজেলার ইস্পাহানী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক জহিরুল ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
ধৃতকে ২৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের অভিযানের মাধ্যমে এলাকায় বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা পলাতক আসামীদের গ্রেপ্তারের মাধ্যমে আইনের শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়া হচ্ছে।