নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তাদের জড়িত থাকার সন্দেহে এ অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের বৈষম্য বিরোধী আন্দোলনের ১৪(৮)২৪ ও ১১(৯)২৫ মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
বন্দর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী সালিমা হোসেন শান্তা (৫০), স্বামী: শাহাদাৎ হোসেন, ঠিকানা: ফরাজিকান্দা।
যুবলীগ কর্মী আব্দুল মোত্তাধীর অনিক (৩৬), পিতা: আব্দুল কাদির, ঠিকানা: ফরাজিকান্দা।
যুবলীগ কর্মী মুন্না (৪০), পিতা: আনোয়ার মিয়া, ঠিকানা: র্যালি আবাসিক এলাকা।
এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে বন্দরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বন্দর শাহীমসজিদ চরমোনাই সমর্থক এক কর্মীর গ্যারেজে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় সালিমা হোসেন শান্তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ কারণে শনিবার রাতে তাকে ফরাজিকান্দার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে ২০২৪ সালের আগস্টের শুরুতে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের হামলার ঘটনায় দায়ের মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল মোত্তাধীর অনিক ও মুন্নাকে গ্রেপ্তার করা হয়।