নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত সূত্রে জানা যায়, জামালপুরের ইসলামপুর থানার মহলগিরী এলাকার বাসিন্দা শাহ জামালের ছেলে আমীর হোসেনের সঙ্গে রূপগঞ্জ উপজেলার পশ্চিমগাঁও গ্রামের মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের সংসারে প্রায়ই কলহ ও ঝগড়া-বিবাদ চলত।
২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে বিলকিছকে তাঁর বাড়ির পাশে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করেন আমীর হোসেন। ঘটনার পর নিহতের বাবা আবু তালেব বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ প্রায় ২২ বছর ধরে মামলাটি আদালতে চলমান ছিল। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত আজ আমীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন।
পু
নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিলকিছ বেগম হত্যার ঘটনায় করা মামলায় আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে অর্থদণ্ড ও অনাদায়ে অতিরিক্ত সাজা ঘোষণা করা হয়েছে।”
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে অবশেষে ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত হলো। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে বলে আদালত সূত্রে জানা গেছে।