1. skriaz30@gmail.com : admin :
  2. jummanhossainsohel@gmail.com : Reporter Press : Reporter Press
  3. : Temp User : Temp User
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ

বক্তাবলী ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিল জেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ Time View

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুরুতর ফৌজদারি মামলায় গ্রেপ্তার হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ (স্থানীয় সরকার শাখা) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সূত্র মতে, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা নং-৩০, তারিখ ২৮/০৮/২০২৪, ধারা ১৪৭/১৪৮/১৪৯/৩০২/১১৪/৩৪ দণ্ডবিধি এবং Explosive Substances Act 1908 এর 3A/6 ধারায় মামলা হয়। ওই মামলায় ফতুল্লা থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ফলে পরিষদ কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১০১ ও ১০২ ধারা অনুযায়ী পরিষদ সচল রেখে জনসেবা অব্যাহত রাখতে বক্তাবলী ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, জনাব ইয়াসির আরাফাত রুবেল, উপজেলা প্রকৌশলী, এলজিইডি, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জকে বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পর বক্তাবলী ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও জনসেবা নিয়মিতভাবে চলমান থাকবে বলে আশা প্রকাশ করেছে জেলা প্রশাসন।

More News Of This Category
© All rights reserved © 2025 Narayanganj Press
Designed by RIAZUL