1. skriaz30@gmail.com : admin :
  2. jummanhossainsohel@gmail.com : Reporter Press : Reporter Press
  3. : Temp User : Temp User
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ

রূপগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমান মাদকসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২১২ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২৪ কেজি গাঁজা ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

অভিযানে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাব্বিরের সহযোগী হিসেবে চিহ্নিত তিনজনকে আটক করা হয়। তারা হলেন—

আকলিমা (৩৫), সাদ্দাম হোসেন (৩২), হৃদয় (২৮)

গোয়েন্দা সূত্রে জানা গেছে, তারা সাব্বিরের নির্দেশে মাদকদ্রব্যগুলো স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীর কাছে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে আসছিল।

অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তির বাতাস বইতে শুরু করে। স্থানীয়রা সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন—

“এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল সম্ভব হবে।”

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025 Narayanganj Press
Designed by RIAZUL