নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের আয়োজনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের আলোচিত সংসদ সদস্য পদপ্রার্থী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল।
বক্তব্যে তিনি বলেন, “নারায়ণগঞ্জের মানুষ ধানের শীষকে ভালোবাসে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা রয়েছে। অথচ একটি কুচক্রী মহল আসন্ন নির্বাচনকে ভণ্ডুল করার পাঁয়তারা করছে। আমাদের সতর্ক থাকতে হবে এবং এ ধরনের অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করতে হবে।”
তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের জন্য মনোনয়ন নিশ্চিত করতে। মনোনয়নপত্র যেন মিশনপাড়াবাসীর হাতে উপহার হিসেবে তুলে দিতে পারি, সেই লক্ষ্যেই কাজ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।”
বাবুলের বক্তব্যের পর উপস্থিত জনতা স্লোগানে স্লোগানে সমর্থন জানিয়ে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। পুরো এলাকা তখন উৎসবমুখর হয়ে ওঠে।