1. skriaz30@gmail.com : admin :
  2. jummanhossainsohel@gmail.com : Reporter Press : Reporter Press
  3. : Temp User : Temp User
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ

ফতুল্লায় গার্মেন্টসের কাভার্ড ভ্যান ছিনতাই, ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬৬ Time View


নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গার্মেন্টস প্রতিষ্ঠানের মালবাহী কাভার্ড ভ্যান ছিনতাই করে প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১ অক্টোবর) ফতুল্লার বিসিক ক্রোনী অ্যাপারেলস লিমিটেডের সিইও মো. হুমায়ুন কবির ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে কোম্পানির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৯৬০৬) অবন্তি কালার টেক্স লিমিটেডে পণ্য পরিবহনের উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে রাজন (৪৫) ও ইকবাল কবির (৪৮) নেতৃত্বে ১৫-২০ জন লোক ট্রাকটি আটকে দেয়। তারা নিজেদের স্থানীয় বিএনপি কর্মী পরিচয় দিয়ে চালক আবুকে গালিগালাজ করে এবং ট্রাক ছাড়তে অস্বীকৃতি জানায়।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিবাদীরা মালিকপক্ষের সঙ্গে সমঝোতার আশ্বাস দেয় এবং ট্রাক থানায় নিয়ে আসার প্রতিশ্রুতি দেয়। পরে পুলিশ ট্রাকের চাবি ও কাগজপত্র তাদের কাছে বুঝিয়ে দেয়। তবে বুধবার ভোরে জানা যায়, আটক ট্রাকটি অন্যত্র নিয়ে গিয়ে ট্রাকে থাকা আনুমানিক ১০ লাখ টাকার এসএস স্টিল পণ্য লুট করা হয়েছে। পরে খালি ট্রাকটি ফতুল্লার কাশিপুর হাটখোলা স্কুলের সামনে ফেলে রাখা হয়।

হুমায়ুন কবির তার অভিযোগে আরও উল্লেখ করেন, ট্রাক ও মালামালের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা কর্ণপাত না করে উল্টো হুমকি প্রদান করে। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে এবং কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় বিএনপির সূত্রে জানা যায়, এজাহারে অভিযুক্ত রাজন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং ইকবাল কবির ফতুল্লার কাশিপুর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রাজন বলেন, “আমরা রাত ১২টার দিকে গাড়িটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীর কাছে বুঝিয়ে দিয়েছিলাম। পরে কে বা কারা কী করেছে আমরা জানি না।” একই বক্তব্য দেন অভিযুক্ত ইকবাল কবিরও। তিনি দাবি করেন, এলাকার কিছু তরুণ গাড়িটি আটকে রাখে, তারা কেবল মীমাংসার জন্য গিয়েছিলেন।

অভিযোগ তদন্তের দায়িত্বপ্রাপ্ত ফতুল্লা মডেল থানার এসআই আবুল বাশার বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ট্রাক উদ্ধারের চেষ্টা করেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল।”

কালেরকন্ঠ
More News Of This Category
© All rights reserved © 2025 Narayanganj Press
Designed by RIAZUL