নারায়ণগঞ্জ শহরের শীর্ষ সন্ত্রাসী এবং ১৩ মামলার আসামি তমিজ উদ্দিন খন্দকার ওরফে আপেল (৫০)-কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের জামতলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আপেলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আপেল ছিলেন নারায়ণগঞ্জের আলোচিত সন্ত্রাসী আজমেরী ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার। যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সুবাদে তিনি এলাকায় চাঁদাবাজি ও মাদক কারবার নিয়ন্ত্রণ করতেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আজমেরী ওসমানের সঙ্গে নিরীহ শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে গুলি চালাতেও তাকে দেখা যায়। শেখ হাসিনার পতনের পর ওসমান পরিবারের সদস্যরা দেশ ছাড়লেও আপেল আত্মগোপনে থেকে যান। সম্প্রতি তিনি আবার প্রকাশ্যে এসে সক্রিয়ভাবে মাদক ব্যবসা শুরু করেন।
ওসি শরিফুল ইসলাম আরও জানান, জামতলা ধোপাপট্টি এলাকার বাসিন্দা আপেলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের পর একাধিক হত্যা মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মিলন ফকিরের নেতৃত্বে একটি আভিযানিক টিম মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে।