নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা রহিমারটেক গোপ্টা এলাকার একটি মাছ চাষের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রায়ই ওই বৃদ্ধকে বটেরচারা এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। সকালে তাঁর লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ভুলতা ফাঁড়ির এসআই নিরঞ্জন কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।