1. skriaz30@gmail.com : admin :
  2. jummanhossainsohel@gmail.com : Reporter Press : Reporter Press
  3. : Temp User : Temp User
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ

সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে- জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ Time View

 শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে ঘিরে নারায়ণগঞ্জে নেওয়া হয়েছে সর্বোচ্চ ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এরই অংশ হিসেবে ০২ অক্টোবর, বৃহস্পতিবার বিকেলে শহরের ০৫ নং ঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার  জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ ৬২ বিজিবির পরিচালক লে. কর্নেল খন্দকার সালাউদ্দিন চৌধুরী, র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম সাজ্জাদ হোসেন, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আয়াজ আব্দুল্লাহ, জেলা আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

এছাড়া পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব কার্ত্তিক ঘোষসহ পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসময় বলেন,
“আমরা প্রতিটি উপজেলা ঘুরে দেখেছি। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিমাগুলো বিসর্জনের জন্য এখানে আসবে এবং ধর্মীয় রীতি অনুযায়ী সুষ্ঠুভাবে বিসর্জন সম্পন্ন করা হবে। আমাদের বাকি কাজটিও সুন্দরভাবে হবে, এটিই কামনা করছি।”

উল্লেখ্য, এ বছর নারায়ণগঞ্জ জেলার মোট ২২৪টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ ঘনিষ্ঠভাবে কাজ করছে।

More News Of This Category
© All rights reserved © 2025 Narayanganj Press
Designed by RIAZUL