নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশ বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে সোনারগাঁও থানার আষাড়িয়ারচর এলাকায় মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ শহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে “এশিয়া ট্রান্সপোর্ট” নামক একটি যাত্রীবাহী বাস (রেজি. নং— কুমিল্লা মেট্রো-ব-১১-০৩৬১) থামানোর সংকেত দেন। এ সময় বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশের সহযোগিতায় এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম— বাবলু শামসুল হক (৪৫), পিতা মৃত রুস্তুম আলী, সাং— মাদারপুর, থানা— গোদাগাড়ী, জেলা— রাজশাহী।
পরে তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটককৃত বাবলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।