1. skriaz30@gmail.com : admin :
  2. jummanhossainsohel@gmail.com : Reporter Press : Reporter Press
  3. : Temp User : Temp User
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ

বিশ্বকাপে দুর্দান্ত সূচনা, পাকিস্তানকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ নারী দল

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৩ Time View


নারী ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে আসর শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিখুঁত বোলিং আর দৃঢ় ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নেয় টাইগ্রেসরা।

টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরু থেকেই চাপে পড়ে যায়। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে একের পর এক উইকেট হারিয়ে ৩৮.৩ ওভারে দলীয় স্কোর দাঁড়ায় মাত্র ১২৯ রান।
বাংলাদেশের পক্ষে স্বর্না আক্তার ৩টি, নাহিদা আক্তার ২টি ও মারুফা আক্তার ২টি করে উইকেট নেন। পাকিস্তানের একমাত্র প্রতিরোধ গড়েন অধিনায়ক রামিন  শামিম, যিনি সর্বোচ্চ ২৩ রান করেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তারপর দলীয় ৯৭ রানে অধিনায়ক নিগার সুলতানা ২৩ রান করে আউট হলেও রুবায়া হায়দার এর ৫৪ ও শোভানা মোস্তারির ২৪ রানে ভরে করে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ জয় পায় ১১৩ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ।

ম্যাচে বিরল এক ঘটনা ঘটে—পাকিস্তানের অভিজ্ঞ বোলার নাশরা সান্ধু হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে নারী আসরে এমন ঘটনা খুবই বিরল।

ম্যাচ শেষে অধিনায়ক নিগার সুলতানা বলেন,
“আমাদের মেয়েরা দারুণ লড়াই করেছে। এ জয় দলকে আত্মবিশ্বাসী করে তুলবে। আমরা প্রতিটি ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”

বাংলাদেশের সমর্থকরা এই জয়কে নারী ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা বলে অভিহিত করেছেন। বিশ্বকাপে প্রথম ম্যাচেই জয় পাওয়ায় টাইগ্রেসদের মনোবল আরও উঁচুতে উঠে গেছে।

২টি করে উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মারুফা আক্তার।

More News Of This Category
© All rights reserved © 2025 Narayanganj Press
Designed by RIAZUL