নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তিনজন চোর ধরা পড়েছে স্থানীয়দের হাতে। শুক্রবার (৩ অক্টোবর) গভীর রাতে ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন—মছলন্দপুর এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে স্বপন মিয়া (৩০), একই এলাকার আবুল কাশেমের ছেলে মামুন মিয়া (২৮) এবং বিষনন্দী এলাকার ওসামান মিয়ার ছেলে রফিক মিয়া (৩৫)। তাদের সঙ্গে থাকা বকুল মিয়া নামের আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কয়েকজন চোর ট্রান্সফরমারের তার কেটে খুলে নেওয়ার চেষ্টা করছিল। তখন এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। পরে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক সরঞ্জাম চুরির সঙ্গে জড়িত।
এলাকাবাসী জানান, আটক তিনজনকে গণধোলাই দেওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার উদ্ধার করা হয়।
গণধোলাইয়ে আহত স্বপন মিয়াকে পুলিশ হেফাজতে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুইজন বর্তমানে থানায় আটক রয়েছেন।
সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় বারদী সাব-জোনাল অফিসের এজিএম মাজাহারুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশের ধারণা, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য এবং তারা এর আগেও এলাকায় একাধিক বিদ্যুৎ সরঞ্জাম চুরির ঘটনায় জড়িত ছিল।