নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ওয়াসিম ওই গ্রামের দিলা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টি চলাকালীন সময়ে ওয়াসিম বাড়ির পাশের মাঠে অবস্থান করছিল। হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।