নারায়ণগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের মধ্যে রোগী সেবা ও মশা নিধনে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন মডেল ডি ক্যাপিটাল গ্রুপের মালিক মাসুদুজ্জামান মাসুদ। তিনি নিজ উদ্যোগে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চারটি ফগার মেশিন ও একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক আবুল বাশারের হাতে সরঞ্জামগুলো তুলে দেন তিনি।
মাসুদুজ্জামান খান জানান, অ্যাম্বুলেন্স ও ফগার মেশিন পরিচালনার জন্য নয়জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রতিদিন হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় মশা নিধনের কাজ করবেন। তিনি আরও বলেন, “যদি কোনো ডেঙ্গু রোগীর অবস্থা গুরুতর হয়, তাহলে তাকে ঢাকায় স্থানান্তরের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হবে।”
হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশার বলেন, “হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জনবল সংকট রয়েছে। অন্তত ১০ জন খণ্ডকালীন ক্লিনার প্রয়োজন।” এ সময় মাসুদুজ্জামান মাসুদ হাসপাতালকে প্রয়োজনীয় জনবল সরবরাহের আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে মডেল ডি ক্যাপিটাল গ্রুপের পক্ষ থেকে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।