ফতুল্লায় পৃথক দুটি ফ্ল্যাট থেকে এক যুবক ও এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে পুরুষের মরদেহটি পচে বিকৃত হয়ে গেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার হাজীগঞ্জ এলাকা থেকে ঋতু আক্তার (২৩) এবং পশ্চিম লামাপাড়া এলাকা থেকে ওয়াহিদুজ্জামান রাজীবের (৩৬) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়।
নিহতরা হলেন—
ঋতু আক্তার (২৩), নেত্রকোনার কেন্দুয়ার ঘোলাইল গ্রামের কাসেম মিয়ার মেয়ে।
ওয়াহিদুজ্জামান রাজীব (৩৬), পাবনা জেলার ঈশ্বরদী থানার দিয়ার সাহাপুর গ্রামের মৃত ইয়াকুব আলী সরদারের ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, হাজীগঞ্জ এলাকায় ইমাম উদ্দীনের ভাড়াটিয়া বাসার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন গার্মেন্টস কর্মী মাসুম মিয়া ও তার স্ত্রী ঋতু আক্তার। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে ফ্ল্যাট থেকে ঋতুর মরদেহ উদ্ধার করে। তবে এসময় তার স্বামী মাসুম মিয়াকে পাওয়া যায়নি।
অপরদিকে দুপুরে পশ্চিম লামাপাড়া এলাকার বাবুল মিয়ার ভাড়াটিয়া বাড়ির একটি ফ্ল্যাট থেকে গার্মেন্টস এক্সসরিজ ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান রাজীবের পচা ও বিকৃত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা, তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।
ওসি শরিফুল ইসলাম আরও জানান, তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।